আমি সেই ভূক্তভোগী


মোহাম্মদ বেলাল উদ্দিন

 দুনিয়া এখন সঙ্গমে ব্যস্ত; মানুষ অসুস্থ্য
আইয়ামে জাহেলিয়ার আবাস, চোরের দলেরা পায় সাবাস
দেশি বিদেশী একত্রিত
আয়োজন;

আর কত করবে
সংবরণ!
যেন ছবির সংলাপ ছেড়ে দে শয়তান।
কুকুরের মতো লেজ নাচে,
কারা কাঁদে?
মুখের বুলি মিথ্যার আবর্জনা স্তুপ ঐ শালী চুপ!
মরণের ডর নাই।
ছাই ছাই!!
তারপর কি বাঁচে দেহ;
আহা কেহ কেহ?
পত্র পত্রিকা সংবাদ মাধ্যম পুরোদ্ধম।
ভালো'র জন্মই পাপ
ছোগল দেয় সাপ
আশেপাশের যত দৃষ্টিনন্দন দরজার ওপাশে কার ক্রন্দন? ভাই,চাপা মারো,দাও তেল,
নয়তো বিনা দোষে যাবে জেল। ভাই ইবলিশ হও,নয়তো সও; ধর্ষিতার মতো আড়ালে
হারিয়ে যাও।
দুনিয়া কার,দুনিয়া তোমার? তুই সাবাড়।
শুদ্ধতা সকাল বিকাল রাতে ধর্ষিত হয়।
মানুষের হাতে মস্তিষ্কে, আচরণে,বোধে।
কার কথায় কি আসে?
কে হাসে?
কে যাচে?
অসৎ জঘন্য মন্দতার মাথার মুকুট।
জাহেলি অসুখ
আর কত থামি;
উলমল পেট বমি।
দুনিয়া এখন দোযখের চিহ্ন মৃত্যু যাদের কাছে যত সামান্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ