বাঁশখালীর জলদী ও চাম্বলে ইয়াবাসেবন বিক্রি বেড়েছে

বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী ভিলেজার পাড়া চাম্বল এলাকার যুবকদের মধ্যে ইয়াবা বিক্রি আসক্তি প্রবণতা বেড়েছে। এলাকার উশৃঙ্খল যুবকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বীরদর্পে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে চাম্বল এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামক এক যুবককে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে বলে জানা যায় এবং দক্ষিণ জলদী ভিলেজার পাড়ার মোহাম্মদ আসিফ, মোহাম্মদ কামাল পুলিশের ধাওয়া খেয়ে এলাকায় আত্মগোপন থাকায় তাহার অনুসারীরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারে উৎপাদিত ইয়াবা ট্যাবলেট টেকনাফের ব্যবসায়ীরা বাঁশখালী সড়ক ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাঁশখালীর ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীরা সড়ক পথে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাম্বল এলাকায় বিক্রি সেবন করছে। শেখেরখীল রাস্তার মাথায় প্রতিদিন সন্ধ্যার পর ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধির ফলে সেবনকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। সম্প্রতি উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা পরিষদের মাসিক সভায় পুকুরিয়া, সাধনপুর, গন্ডামারা, চাম্বল, পুইছড়ি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইয়াবা ট্যাবলেট সেবন বিক্রি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে সবাইকে অবহিত করেন। বাঁশখালী উপজেলা পরিষদের সভায় মাদক মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক সিকদার বলেন, চাম্বল এলাকায় ইয়াবা ট্যাবলেট ব্যবসা সেবন বেড়েছে। শেখেরখীল রাস্তার মাথায় সন্ধ্যার পর বহিরাগত কিছু লোক অনৈতিক কাজে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে
সুত্র: দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ