বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুই বিভাগের ফাইনালে বাঁশখালীর দুটি স্কুল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা অঞ্চলের দুই বিভাগের দুটি করে মোট চারটি সেমিফাইনাল খেলা গতকাল এম এ আজিজ স্টেডিয়ামস্থ অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের বালক এবং বালিকা দুই বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে বাঁশখালীর দুটি স্কুল। বালক বিভাগের ফাইনালে উঠেছে বাঁশখালী উপজেলার বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ চন্দনাইশ উপজেলা বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগে ফাইনালে উঠেছে বাঁশখালী উপজেলা ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় । ফাইনালে তাদের প্রতিপক্ষ আনোয়ারা উপজেলার হাজী মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বালিকা বিভাগের সেমিফাইনালে বাঁশখালী উপজেলার ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের সামনে দাড়াতেই পারেনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। ৬০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বাঁশখালী উপজেলার ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। আরেক সেমিফাইনালে আনোয়ারা উপজেলার হাজী মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহজে ৩০ গোলে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে বালক বিভাগেও সহজ জয় পেয়েছে দুই ফাইনালিস্ট। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাঁশখালী উপজেলার বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪২ গোলে সহজে বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে চন্দনাইশ উপজেলার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১ গোলে সাতকানিয়া উপজেলার বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল মঙ্গলবার উভয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং বিকেল তিনটায় বালক বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। এই ফাইনালে বিজয়ী দুই দল বিভাগীয় পর্যায়ে খেলবে। আর বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ২২টি দল অংশ গ্রহণ করবে। এরপর বিভাগীয় সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের খেলা। আর সেখান থেকে বের হয়ে আসবে এবারের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় চ্যাম্পিয়ন।
সুত্র: দৈনিক আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ