মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে নবরব শিল্পীগোষ্ঠী'র মানববন্ধন

বিজ্ঞপ্তিঃ
 মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু-কিশোর সাংষ্কৃতিক সংগঠন নবরব শিল্পীগোষ্ঠী। আজ সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী বলেন, শরণার্থী রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মায়ানমারের সঙ্গে সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিকভাবে তাদের প্রতি চাপ প্রয়োগ করা আহবান জানান। অনুরূপভাবে সকল তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধভাবে মগের মুল্লুক খ্যাত মায়ানমার তথা বার্মার বিরুদ্ধে জনমত গড়ে তোলে তাদের যাবতীয় পণ্য বর্জনের অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মায়ানমারের আরাকান রাজ্যে প্রায় ১২শত বছর ধরে বসবাসকারী মুসলমানদেরকে মায়ানমার সরকার পুলিশ, সেনাবাহিনী ও উগ্রবৌদ্ধ নরপশুদের দ্বারা মুসলিম নর-নারী ও শিশুদেরকে নির্বিচারে হত্যাযজ্ঞসহ তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। নারীদেরকে ধর্ষণ শেষে হত্যা করা হচ্ছে, তাদের গণহত্যা থেকে বৃদ্ধ ও দুধের শিশু পর্যন্ত রক্ষা পাচ্ছেনা। নাফ নদীতে মুসলিম ভাই-বোন ও শিশুদের লাশের রক্তের স্রোত বইছে। পাশাপাশি বার্মার সেনাবাহিনী কয়েকবার বাংলাদেশের আকাশ সীমালঙ্গন করেছে, যা গ্রহণযোগ্য হতে পারেনা। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নবরবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শোয়াইব বিন ফজলুল করিম বলেন, মায়ানমারে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোড় দাবি জানান। মুনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করার পূর্বে সভাপতির বক্তব্যে প্রধান পরিচালক এইচ এম খলিলুর রহমান বলেন, যেসকল মুসলিম দেশ রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তা ও সহায়তা দিয়ে এগিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, এইচ এম আতিকুল্লাহ, আবিদ হোসাইন, ইমরান হোসাইন, সাজ্জাদ হোসাইন, আলমগীর, খালেদ, মিনহাজ, ফাইয়াজ, আব্দুর রহমান, জুলফিকার, ইব্রাহীম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ