তৈলারদ্বীপ সেতুর যানবাহন ভেদে নির্ধারিত টোল ফি ও টিকেটের রং জেনে রাখুন

 

মোঃ মনছুর আলম (এম আলম): চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদীর উপরে নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল ফি সম্পর্কে অনেকের অজানা। ১২/০৪/২০২৩ইং তারিখের দোহাজারী সড়ক বিভাগ, দোহাজারী, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী (সওজ) সুমন সিংহ স্বাক্ষরিত বিভিন্ন যানবাহন ভেদে নির্ধারিত টোল ফি ও টিকেট রঙয়ের তালিকা নিন্মে দেওয়া হল। টোল আদায়ের সাথে টিকেট সংগ্রহ করুন আর দুর্নীতিমুক্ত দেশ গড়ুন।

যানবাহনের নাম
নির্ধারিত টোল
টিকেট এর রং
১। ট্রেইলার
৩০০/-
নীল
২। হেভী ট্রাক
১৮০/-
সাদা
৩। মিডিয়াম ট্রাক
১৫০/-
হালকা সবুজ
৪। বড় বাস
৩০/-
হালকা নীল
৫। মিনি ট্রাক
১১৫/-
গোলাপী
৬। কৃষি যান
৯০/-
বেগুনী
৭। মিনি বাস
১৫/-
হালকা গোলাপী
৮। মাইক্রোবাস
৬০/-
হলুদ
৯। ফোর হুইল চালিত যান
৬০/-
হলুদ
১০। সিডান কার
৪০/-
সবুজ
১১। ৩/৪ চাকার মোটরযান
১৫/-
হালকা গোলাপী
১২। মোটর সাইকেল
১০/-
হালকা বেগুনী
১৩। রিক্সা/ভ্যান/সাইকেল/ঠেলাগাড়ী
৫/-
হালকা হলুদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ