সি আর বি তে রক্তের সন্ধানে বাঁশখালী নামক সংগঠনে আলোচনা সভা সম্পন্ন

মোঃ শাহেদঃ

"করি সদা রক্তের সন্ধান,হাসাতে রোগী বাঁচাতে প্রাণ " এই স্লোগান কে সামনে রেখে ১৮ ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টার সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোরশেদুল আলম এর সভাপতিত্বে এবং  কার্যকরী সদস্য শাহরিয়াজ এর সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর সি আর বি(শিরীষ তলায়)  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত  ছিলেন অত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী,সহ-কার্যকরী ও কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ। এসময় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন এডমিন বোরহান উদ্দিন টিপু , এডমিন কাইছার আলী খান,প্রতিষ্ঠাতা এম আর সি মিসকাত,সাইফুল ইসলাম,আকবর আলী,ইফতেখার কায়েম,কাজী মিশু,আইনুন ফারজানা,মোঃহোসাইন,আবদুর রহমান,সাবিহা সোলতানা রিফা,ফরহান ইসতিয়াক,মোঃ রিপন,আব্দুল্লাহ,মোঃ সাকিব প্রমুখ। এসময় বক্তারা বলেন স্বেচ্ছায় প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রক্তের সন্ধানে বাঁশখালী পরিবার।রোগীর রক্তের প্রয়োজনে একটি ফোন কল বা ক্ষুধে বার্তায় ছুটে যায় কোনো আনন্দ মুহূর্ত ,কিংবা মাঠ, অফিস, ব্যবসা বা বন্ধুর আড্ডা থেকে। নেশা একটা'ই রোগীকে ব্লাড ম্যানেজ করে দিতেই হবে। হোক সে আপন বা পর মুসলিম কিংবা হিন্দু।নেশা একটাই সেবাই ধর্ম,মানবতার কাজই তাদের কর্ম। তারা আরো বলেন আমাদের এই কার্যক্রম শুধু রক্ত দান করার মধ্যে সীমাবদ্ধ নয়।আমরা  মানুষের কল্যাণে সব সময় ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছি। মহামারী করোনায় দেশ যখন অচল রাস্তার না খেয়ে থাকা মানুষদের মাস ধরে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়া বিভিন্ন দুর্যোগ মোকাবিলা,ঈদ বস্ত্র বিতরণ ও আগুনে ক্ষতি গ্রস্ত লোকেদের পাশে থেকে সহযোগিতা করে আসছে "রক্তের সন্ধানে বাঁশখালী"। পরিশেষে নতুন কার্যকরী ও শুভকাঙ্খী মেম্বারদের ফুল দিয়ে বরণ করে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ