Recents in Beach

Google Play App

বাহারছড়ায় এমপি মোস্তাফিজুর রহমানের সুস্থতা কামনায় খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়স্থ চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও তাহার পরিবারের সুস্থতা কামনায়, খতমে কোরআন ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) সকালে রত্নপুর রমজান অালী চৌধুরী জামে মসজিদে বাঁশখালী উপজেলা অাওয়ামী যুবলীগের সভাপতি ও ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের উদ্যােগে এ খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা মোঃ খুরশীদুল আলমসহ বিভিন্ন মসজিদের ইমাম,কোরানে হাফেজ ও স্হানীয় মুরুব্বী এবং রত্নপুর ৩নং ওয়ার্ড় অাওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোরানে খতম শেষে মোনাজাতে বাঁশখালী মাটি ও মানুষের অভিভাবক বাঁশখালী থানা আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি বিপুল ভোটে বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও তাহার পরিবারের সকল সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে আমিন আমিন ধ্বনিতে মাহান আল্লাহ পাকের নিকট সকলে প্রার্থনা করেন।এই সময় উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম উপস্থিত সকলকে প্রতি নামাজের পর মাননীয় সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য