বাঁশখালীর ইমাম ও আলেমদের পাশে মাস্টার নজির আহমদ ট্রাস্ট

মোহাম্মদ এরশাদঃ
মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ বাঁশখালীর সাত ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও বাঁশখালীর কওমি মাদরাসার শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাঁশখালী উপজেলার জলদী, শীলকূপ, গণ্ডামারা, চাম্বল, শেখেরখীল, ছনুয়া ও পুইছড়ি ইউনিয়নের ইমাম ও কওমি আলেমসহ মোট ৬৭১ জনের মাঝে এসব উপহার তুলে দেয়া হয়।

আলেম ওলামাদের পাশে থাকার অংশ হিসেবে জলদি মকবুলিয়া মসজিদে জলদি ইউনিয়নের আলেমদের, শীলকুপ ও চাম্বল ইউনিয়নের আলেমদের চাম্বল বড় মাদরাসায়, গণ্ডামারা এলাকার আলেমদের বড়ঘোনা সকাল বাজার সংলগ্ন মসজিদে, শেখেরখীল ও ছনুয়া ইইনিয়নের আলেমদের মৌলভী বাজার মসজিদে ঈদ উপহার বিতরণ করা হয়।

আলেম ওলামাদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন- মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুল কাদের, মাওলানা ইউনুস, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত চাটগামী প্রমুখ।

উল্লেখ্য, বাঁশখালীব্যাপী মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে করোনা দুর্যোগে অসহায় ও দুর্দশাগ্রস্থ ২১,০০০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ