এবারে ঈদ বাজেটের টাকায় ইফতার সামগ্রী উপহার দিচ্ছে বাঁশখালী উপজেলা ছাত্রদল

মুহাম্মদ মাহফুজুর রহমানঃ
রোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র রোজাদারদের মুখে হাসি ফুটানোর জন্য ইফতার সামগ্রী  উপহার দিচ্ছে বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতা নিজাম উদ্দীন।

দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বাঁশখালী উপজেলা ছাত্রদলের এ আয়োজন।

বাঁশখালী উপজেলার বিপ্লবী এ ছাত্রনেতা নিজের ঈদের বাজেটের টাকা দিয়ে এ ইফতার সামগ্রী উপহার দিচ্ছে।

শুক্রবার (৮ মে) বাঁশখালী উপজেলা ছাত্রদলের পক্ষে নিজের ঈদের বাজেটের টাকা দিয়ে 'ইফতার সামগ্রী উপহার' বাঁশখালী উপজেলা চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিতরণ করে।

দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় অঘোষিত রয়েছে লকডাউন। এমতাবস্থায় দেশের মধ্যবিত্ত কিছু পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যোগান দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় নিজ জম্মভূমি বাঁশখালী উপজেলার হতদরিদ্র,কর্মহীনদের মাঝে নিজের সুখ গুলো বিলিয়ে দিলেন ঈদের বাজেটের টাকা দিয়ে।

বিশ্বব্যাপী (কোভিড-১৯) এর থাবায় যখন মানুষ ঘর থেকে বের হতে পারছেনা এবং অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। এসময় বাঁশখালী উপজেলার ছাত্রনেতা নিজাম উদ্দীন নিজের উপজেলার কথা চিন্তা করে কর্মহীন হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় । তখনই ছাত্রনেতা নিজাম উদ্দীন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন অসহায় সাধারণ মানুষজন।

এ নিয়ে নিজাম উদ্দীন বাঁশখালী নিউজকে জানান, দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমার এ আয়োজন। দেশের অর্থবিত্তবানরা এ মহামারি করোনার দু:সময়ে নিজ নিজ সার্মথ্য অনুযায়ী দেশের হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে। আমি একজন ছাত্র।  তেমন অর্থবিত্তবান না। দেশের এ ক্রান্তিকালে তারেক রহমানের নির্দেশনায় আমার ঈদের বাজেট হতদরিদ্র কর্মহীন মানুষদের ভালোবাস স্বরূপ ইফতার সামগ্রী উপহার দিচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ