বাঁশখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালীতে প্রথমবারের মতো করোনা উপসর্গ নিয়ে আকতার হোসেন (৪২) নামে একজন মৃত্যুবরণ করেছে। করোনা উপসর্গ নিয়ে বাঁশখালীতে এটি প্রথম মৃত্যু। মৃত আকতার হোসেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারী কোম্পানীতে চাকরি করতেন। ১০ দিন আগে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে আসেন । আজ ভোরে আকতার হোসেনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ৪টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায় তিনি ৫ দিন ধরে জ্বর, বুকের ব্যাথা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। রোববার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অাশংকাজনক তার পরিবারের লোকজন তাকে আজ ভোর ৪টায় হাসপাতালে নিয়ে আসেন । হাসপাতালেই কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে BITID ফৌজদারহাটে পাঠিয়েছে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যবিধি মেনে আকতার হোসেনকে দাফন করা হবে বলে জানা গেছে।

বাঁশখালীতে এখনো পর্যন্ত মোট ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন। বাকি ১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ