বাঁশখালীতে স্মার্ট গ্রুপের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের ত্রাণ বিতরণ

মোহাম্মদ এরশাদঃ
‘বিশ্ব পরিবেশ দিবস ২০’ উদযাপন উপলক্ষে বাঁশখালীতে ৫০০ পরিবারে ত্রাণ বিতরণের জন্য চাল হস্তান্তর করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রামের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সহযোগিতায় দেওয়া এসব চাল আজ সোমবার (৪ মে) উপজেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক চট্টগ্রাম (মহানগর) নূরুল্লাহ নূরী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



এ সময় স্মার্ট গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘দেশে করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবেশ দিবসে এসব সাধারণ মানুষ যাতে সামান্যতম সহযোগিতা পায় তার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ