করোনা প্রাদুর্ভাবেই শেখেরখীলে মাদক সহ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার।

করোনা মহামারিতে সমগ্র পৃথিবী থমকে গেলেও থেমে নেই মাদক ব্যবসায়ীরা। আজ সকালে বাঁশখালীর অন্তর্গত ১২নং (ক) শেখেরখীল ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মাসুদের নেতৃত্বে, এলাকাবাসীর সহযোগিতায় ২৭৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী দম্পতিকে ধরে বাঁশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই মাদক ব্যবসায়ী দম্পতি অনেকদিন ধরে প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছিল। স্থানীয় সচেতনত নাগরিকগণ মাদক ব্যবসায় বাঁধা দিলে তাদের বাঁধাকে উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যায়। এলাকার যুবকরা একপর্যায়ে তাদের দমাতে না পেরে, তাদের আচরণে অতিষ্ঠ হয়ে মাদক ব্যবসার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসইবুকে লেখালেখি শুরু করলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মাসুদের নজরে আসে। আজ সকাল নাগাদ ইউপি সদস্য মাসুদ স্থানীয় জনগণকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী দম্পতির বাড়ি ঘেরাও করে মাদক সহ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের সাথে এই বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন স্হানীয় জনগন এক দম্পতিকে মাদকদ্রব্য সহ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন,এবং এব্যাপারে এখনো কোন মামলা হয়নি,আসামীরা থানা হেফাজতে আছে,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আদালতে তাদের সোপর্দ করা হবে বলে জানান। উক্ত মাদকবিরোধী অভিযানে আরো উপস্থিত ছিলেন, হাজী আবছার, আবদুর রহমান, আমির হোসেন, সফি আলম, দিদার, আবদুল খালেক, এস.এম সাহাবউদ্দিন, এম.ডি রাসেল প্রমূখ। মাদক ব্যবসায়ী দম্পতিকে মাদক সহ পুলিশের হাতে সোপর্দ করার জন্য স্থানীয় ইউপি সদস্য মাসুদ এবং তাঁর সহযোগীদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ