বাঁশখালীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি), বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প
অনুষ্ঠিত হয়েছে। এতে হাসপাতালের ৩০জন চিকিৎসক সেবা দেন। প্রায় তিন হাজার রোগী এ ক্যাম্পে সেবা পান। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৈয়দ মো. জাবেদ, ডা. নজরুল কাদের সিকদার, ডা. সত্যজিৎ রায়, ডা. মো. নাসির উদ্দিন, ডা. ফাহাদ রনি, ডা. সালাহ উদ্দিন আহমদ,  ডা. ইয়াসমিন আক্তার সহ হাসপাতালের ৪০জন বিশেষজ্ঞ চিকিৎসক এসময় উপস্থিত ছিলেন।

এ সময়  আরো  উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম ,বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস,ইউপি সদস্য আনোয়ার আজিম সাবেক
ইউপি সদস্য  শফিকুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ