বাঁশখালীতে জেলের জালে ২টন ওজনের বিরল প্রজাতির মাছ

মোঃ বেলাল উদ্দিন:
প্রতিদিনের মতো সাগরে জাল ফেলেন বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৎস্য শিকার মোঃ রিদুয়ান(৩০)। জাল ফেলার তিনি মাছ পাওয়ার আশায় জাল তুলতে যান। টানা হেচড়া করেও তিনি তুলতে ব্যর্থ হন। পরে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি নৌকায় জাল তুলতে সক্ষম হন। জাল টেনে দেখেন দুই টন ওজনের একটি বিরল প্রজাতির মাছ। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে মাছটি ধরা পড়ে। তবে জালের ভেতর নাড়াচাড়া করতে করতে মাছটি মারা যায়। বিরল প্রজাতির মাছটির নাম এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি।

বিশালাকারের মাছটি ধরা পড়ায় বেজায় খুশি জেলে রিদুয়ান। তিনি এ প্রতিবেদককে বলেন,"প্রতিদিনের মতো আমি সাগরে জাল ফেলতে যাই। এইবার এত বেশি জালে নাড়াচাড়া হচ্ছে; মনে হচ্ছিল তখন নৌকাটি ডুবে যাবে। মাছটি এতই লম্বা যে নৌকায় রাখার ধারণক্ষমতা ছিল না। অর্ধেক খালে ও অর্ধেক নৌকায় ঠাঁই হয়। মাছটি বেশি দামে বিক্রি করার জন্য আড়তে নিয়ে যাব।"

এদিকে চাম্বল বাংলাবাজার ফিশারী ঘাটে ২টন ওজনের বিরল প্রজাতির মাছটি দেখতে উৎসুক জনতার উপচেপড়া ভিড় জমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ