Recents in Beach

Google Play App

নিলুফার কায়সার স্মৃতি ফুটবল একাডেমি প্রধান উপদেষ্টা ওয়াসিকা আওঃ লীগের অর্থবিষয়ক সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ এরশাদঃ
গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে চট্টগ্রামের কৃতি পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন নন্দিত নেতা আমৃত্যু বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম আতাউর রহমান কায়সার ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মরহুমা নিলুফার কায়সার'র সুযোগ্য কন্যা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রামের সংরক্ষিত সংসদ সদস্য, আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি প্রধান উপদেষ্টা ওয়াসিকা আয়শা খান এমপি বাংলাদেশ আওয়ামী লীগ এর নবনির্বাচিত প্রথম নারী অর্থবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির পরিবারের পক্ষ থেকে অত্র একাডেমির উপদেষ্টা ও ইউপি সদস্য মোঃ আজিজুল হক আজিজ, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক/বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও ক্রিকেট কোচ মোহাম্মদ এরশাদ, প্রশিক্ষক মোঃ আলীসহ সকল খেলোয়াড় বৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য