বাঁশখালীর ঋষিধাম আশ্রম পরিদর্শনে এমপি মোস্তাফিজ ও অধ্যাপিকা অপু উকিল

মোহাম্মদ এরশাদঃ
সম্প্রতিক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত কালীপুর ইউনিয়নস্থ অবস্থিত বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলার তীর্থস্হান ঋষিধাম আশ্রম পরিদর্শন করতে আসলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগের সংগ্রামী সাধারন সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় কে ঋষিধাম আশ্রমের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরন করে নেন ঋষিধাম ও তুলসীধাম মোহন্ত মহারাজ,পরম পুজনীয় গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুর্দশননন্দ পুরীমহারাজ। পরে ঋষিধাম আশ্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিন ঘুরে ঘুরে দেখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,বাঁশখালী পৃজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ওঋষি অদ্বৈতানন্দ পরিষদ- চট্রগ্রাম দক্ষিন জেলার সাধারন সম্পাদক বাবু প্রদীপ গুহ,  আ ন ম ফরহাদুল আলম,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালীর সভাপতি বাবু অলক দাশ, সাধারন সম্পাদক ঝুন্টু কুমার দাশ,শিবশঙ্কর দাশ,অনিল দেব,মাষ্টার তড়িৎ সরকার,নগরবাঁশী শীল, নির্মল শীল,সুমন দেব, দোলন দাশ,সজল তালুকদার,নারায়ন মল্লিক, নন্দন শীল,অনুপম শীল,রিপন ভট্রচার্য্য, অজয় শীল,সজল সিকদার,অপু ধর,পল্টু বিশ্বাস,নয়ন দেব প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ