বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্টিত।

মোহাম্মদ এরশাদঃ
   বাঁশখালীতে  আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম এর  সভাপতিত্বে ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এতে প্রধান অতিথি  ছিলেন সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ,বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,  উপজেলা ফায়ার সাভির্সের টিম লিডার লিটন ভূষনাথ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনোতোষ দাশ,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, সরকারি মডেল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

 সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণকারীরা  চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।  এরপর উপজেলা  ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ