বাঁশখালী‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৩তম জন্মবা‌র্ষিকী পা‌লিত

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৩তম জন্মবা‌র্ষিকী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ম‌হিলা আওয়ামীলী‌গের  উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত হ‌য়েছে।
শ‌নিবার (২৮ সে‌প্টেম্বর) ‌বি‌কে‌লে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনু‌ষ্ঠিত সভায় উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আব্দুল গফুর
সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন অর্থ মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী‌ ক‌মি‌টির সদস্য চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী এম‌পি। উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও বাহারছড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান অধ্যাপক তাজ‌ুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, চট্টগ্রাম জেলা প‌রিষদ সদস্য শা‌হিদা আক্তার জাহান, পৌর মেয়র সে‌লিমুল হক চৌধু‌রী, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিউ‌দ্দিন চৌধুরী খোকা, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম্যান রে‌হেনা আক্তার কাজমী, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান, মাস্টার শামশুল আলম, চেয়ারম্যান আনম শাহাদৎ আলম, চেয়ারম্যান মু‌জিবুল হক চৌধুরী, চেয়ারম্যান বদরু‌দ্দিন চৌধুরী, মোস্তাক আলী টিপু, ভূপাল বড়ুয়া, নুরুল আক্তার তালুকদার, আমান উল্লাহ চৌধুরী, ছাদুর রশীদ, ইব‌নে আ‌মিন, হা‌মিদ উল্লাহ, উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সা‌বেক সভাপ‌তি প্রদীপ গুহ, জাহাঙ্গীর আলম, সে‌লিম উ‌দ্দিন, ইমরুল হক চৌধুরী, সাহাব উ‌দ্দিন, রয়ান জন্নাত, শহীদ উ‌দ্দিন, মিজান সিকদার, নুর মোহাম্মদ প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে সাংসদ মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী ব‌লেন, জা‌তির জন‌কের সু‌যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্ম না হ‌লে আমরা এক‌টি সমৃদ্ধশালী রাষ্ট্র পেতাম না। এ সরকা‌রের আম‌লে দে‌শে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচা‌লিত হ‌য়ে‌ছে। যা আ‌গের কোন সরকা‌রের আম‌লে কল্পনাও করা যায়‌নি। সরকা‌রের এই উন্নয়‌নের ধারাবা‌হিকতা বজায় রাখ‌তে সকল‌কে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ কর‌তে হ‌বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ