বাঁশখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চাম্বল,কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নের জয়

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলা প্রশাসনের  উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টে গত কাল রোববার তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ, কালীপুর ইউনিয়ন পরিষদ একাদশ, বৈলছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে। এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে। খেলায় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার  মোমেনা আক্তার,বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব  শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,
কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুদ্দীন চৌধুরী,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া উপস্থিত ছিলেন। বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ১৫ টি দল নিয়ে এ টুনামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী কাল ১০ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় মোকাবেলা করবে সরল ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ, দ্বিতীয় খেলায় মোকাবেলা করবে শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ বনাম বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ