নগরীর বাকলিয়ায় শতবর্ষী বৃদ্ধের দখলকৃত জমি উদ্ধারের জন্য সংবাদ সম্মেলনঃ

নিজস্ব প্র‌তি‌বেদকঃ
নগরীর পশ্চিম বাকলিয়ার বউ বাজার এলাকার মজিদ সও: মসজিদ সংলগ্ন শতবর্ষী বৃদ্ধা মোহাম্মদ আলী এবং তার ভাই মৃত আশরাফ আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ কানি ১০ গন্ডা জমি জাল দলিল সৃজনের মাধ্যমে কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা জবর দখল করে রাখার প্রতিবাদে এবং উক্ত জমি উদ্ধারের জন্য ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার। পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আশরাফ আলীর মেয়ে জাহানারা বেগম।
তিনি বলেন তার বাবা এবং তার চাচার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তাদেরকে অবস্থান করতে দিচ্ছে না সন্ত্রাসীরা। নুরুল অালমসহ কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু অার.এস থেকে বি.এস রেকর্ডের সময় জাল দলিলের মাধ্যমে বি.এস খতিয়ান নং ৩১৬১ সৃজন করে উক্ত জমি তাদের নামে রেকর্ড করেন। পরবর্তীতে এই বিষয়ে জানতে পেরে মোহাম্মদ আলী ২০০৪ সালে আদালতে মামলা দায়ের করেন। আদালত ২০০৮ সালে উক্ত খতিয়ান বাতিলের নির্দেশ দিলে মোহাম্মদ আলী এবং আশরাফ আলীর নামে ৫৫১৭ নং বি. এস খতিয়ান সৃজিত হয়। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে জমিতে প্রবেশ করতে দিচ্ছে না। ২০০৯ সালে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে উক্ত জায়গায় স্থাপনা নির্মাণ করেন। তাই তাদের জমি উদ্ধারের জন্য ভূমি মন্ত্রনালয় এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতবর্ষী বৃদ্ধা মোহাম্মদ আলী, তার স্ত্রী শাহেদা বেগম, কন্যা মাসুমা বেগম, ছেলে আবু সাঈদ ও আবুল কালাম, মৃত আশরাফ আলীর মেয়ে জাহানারা বেগম, সখিনা বেগম ছেলে আব্বাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ