বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

মোহাম্মদ এরশাদ 
বাঁশখালী উপজেলায় ৪৮ তম জাতীয় আন্ত- স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাঁশখালী জোনের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকাল ৩ ঘটিকার সময় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী উপজেলা
ক্রীড়া সংস্থার সভাপতি মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী।

এতে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতেয়াক আমহদ, কৃষি অফিসার আবু ছালেক, কৃষি অফিসার শ্যামল, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বডুয়া, বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বডুয়া, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

সার্বিক নিরাপত্তার দায়ীত্বে ছিলেন বাঁশখালী থানার দায়িত্ব রত এএসআই মো. রামজানের নেতৃত্বে একটি টিম এতে আরো উপস্থিত ছিলেন, মাহামুদুর ইসলাম, আতিকুল আলম, ফিরুজ শাহীসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত ফাইনাল খেলায় খেলায় অংশ গ্রহণ করেন   বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় বনান কাথারিয় বাগমারা উচ্চ বিদ্যালয়। খেলায় বৈলছড়িনজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সহ অতিথি বৃন্দ। খেলায় ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ