বাঁশখালীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি দোকান



বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে গত ২৯ জুলাই দিবাগত রাত ৩টার দিকে বন্য হাতির আক্রমণে বসতবাড়ি দোকান, মন্দির, ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাণীগ্রামে পাহাড়ি এলাকায় গত সোমবার রাত ৩টার দিকে বন্য হাতি বসতঘর, দোকান ও মন্দিরে আক্রমণ করে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিনোদ বিহারী চৌধুরীর মন্দির ঘর, আবদুর রশিদের ফলের দোকান এবং মোহাম্মদ আলী ও কোরবান আলীর বসতঘর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুর রশিদ জানান, বাণীগ্রামে এর আগে পাহাড় হতে কয়েকদিন পরপর হাতি লোকালয়ে ঢুকে পড়ে। বসতবাড়িতে ঢুকে ধান, চালের ক্ষতি করে। রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খাবার সংকটের কারণে হাতি লোকালয়ে ঢুকে পড়েছে। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, গত এক সপ্তাহে ৪ বার হাতির আক্রমণ হয়েছে। মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে, তবুও হাতি লোকালয়ে চলে এসে আক্রমণ করছে।
/দৈনিক পূর্বকোণ/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ