বাঁশখালীতে ইপসার উদ্যোগে সেলাই মেশিন, টিন ও ল্যাট্রিন বিতরণ

মোহাম্মদ এরশাদঃ
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র উদ্যোগে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগে স্থানচ্যুত জনগোষ্ঠীর ঈদ উপহার হিসেবে সেলাই মেশিন, টিন ও ল্যাট্রিন প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকত বুধবার (৭ আগষ্ট) বাঁশখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ইপসা-সিজিআরএফ প্রকল্পের প্রোগ্রাম কোর্ডিনেটর প্রবাল বড়ুয়া সভাপতিতে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।সাংবাদিক ও সমাজকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশখালীতে কর্মরত দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, ইপসার কর্মকর্তা জাকির হোসাইন, মর্জিনা আক্তার ও উপজেলা প্রতিবন্ধী ফোরাম নেতা মো. ইয়াসিন আলী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ