বাঁশখালীতে দূদকের রচনা প্রতিযোগিতায় ক্বমর প্রথম

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে  রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২ঘটিকার সময় পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার তত্বাবধানে আয়োজিত "দুর্নীতি দমনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা" বিষয়ে উক্ত রচনা প্রতিযোগিতা মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল দারুসসালাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল,শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুল আলম,পুঁইছড়ি সোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন প্রমুখ।

 দূদকের আয়োজনে উক্ত রচনা প্রতিযোগীতায় জুনিয়র শাখায় অংশ গ্রহণ করে প্রথম স্থান  অধিকার করেছে মোহাম্মদ আজিজুল হক ক্বমর। আজিজুল হক ক্বমর ওই মাদরাসার নবম শ্রেণীর ছাত্র। অপরদিকে একই বিষয়ে অংশগ্রহণ করে জুনিয়র শাখায় ২ য় স্থান অর্জন করেছে ফরহাতুল জান্নাত নাবিলা (দশম শ্রেণি), ৩য় স্থান অর্জন করেছে হুমাইরা ফেরদাউস  (দশম শ্রেণি)।
এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ।
এব্যাপারে প্রথম স্থান অধিকারী আজিজুল হক ক্বমরের পিতা ও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নেছারুল হক বলেন, "আমি চাই আমার ছেলে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ একজন আলেম হিসাবে গড়ে উঠুক। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ