শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাঁশখালী শাখা কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদকঃ
 'শ্রীকৃষ্ণ ভক্তসংঘ বাংলাদেশ' বাঁশখালী উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট)  বাঁশখালী উপজেলার  গুণাগরী কোকডন্ডি শ্রী শ্রীমৎ স্বামী অনন্তানন্দ পুরী মহারাজে আশ্রমে অনুষ্ঠিত ভক্তসংঘের এক আলোচনা সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ ভক্তসংঘ বাংলাদেশের  প্রতিষ্ঠাতা বাবু চন্দন দাশের উপস্থিতিতে উক্ত কমিটি গঠিত হয়। 

স্থানীয়  শ্রীযুক্ত রাখাল গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রী চন্দন দাশ, সহ-সভাপতি শ্রী মিলন চৌধুরী মাখন, সাধারন সম্পাদক শ্রী অঞ্জন দাশ, অর্থ সম্পাদক শ্রী বাবুল দাশ, প্রচার সম্পাদক শ্রী রাখাল দাশ, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক  অধ্যাপক শ্রী শ্যামল রুদ্র ,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শ্রী বাতল রুদ্র, সাতকানিয়া উপজেলার শ্রী স্বপন দেব রায়, শ্রী আনন্দ রুদ্র, বাঁশখালী উপজেলার ভক্তপ্রবর শ্রী বলরাম তালুকদার, মাস্টার শ্রী জগদীশ চন্দ্র দাশ, শ্রী বাদল কান্তি দেব, শ্রী অমল কান্তি দাশ, শ্রী প্রেমবাশী দাশ, শ্রী অনুপম চক্রবর্তী, শ্রী প্রণব ধর, শ্রী মাখন লাল নাথ, শ্রী বিকাশ ধর, শ্রী দীলিপ শীল, শ্রী প্রকাশ শীল পলাশ, শ্রী মুকুল ধর , শ্রী রুপন ধর, শ্রী বলরাম চৈতন্য, শ্রী নিখিল রুদ্র, শ্রী উজ্জ্বল দাশ, শ্রীমতি গীতা দাশ, শ্রীমতি অমীয় বালা দেবী প্রমুখ।

এতে উপস্থিত সকল ভক্তবৃন্দ শ্রীকৃঞ্চ ভক্ত সংঘের মূলনীতি, কৃঞ্চভক্তি, সংঘশক্তি ও সমদর্শিতাকে অবলম্বন করে চলার অঙ্গীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ