বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার ১ম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের শাহদাত বার্ষিকী

মোহাম্মদ এরশাদঃ
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ আহমদ এর ৪২তম শাহদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নে পালিত হয়।
১০ আগস্ট শনিবার বাঁশখালী 
চান্দপুর কাদেরিয়া মাদ্রাসা হল রুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শহীদ মৌলভী সৈয়দ আহমদ স্মৃতি সংসদের সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল কালামের সঞ্চালনায়  স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অর্থ মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মাওলানা রবিউল আলমছিদ্দিকী,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিমুল হক,সাধারণ সম্পাদক মাহবুব আলী, বঙ্গবন্ধু উলামা পরিষদ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দীন সুলতানী , বঙ্গবন্ধু উলামা পরিষদ চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক এস,এম ছগীর, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা শেখ মুহাম্মদ মহিউদ্দিন, দাউদ মানীক,জিয়াউদ্দিন আরিফ ও আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ