চট্টগ্রামে বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশবরেণ্য কৃতি ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসাকে সংবর্ধনা প্রদান


মোহাম্মদ এরশাদ  
আজ মঙ্গলবার, বিকাল-৪ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির আয়োজনে সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ এর বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশবরেণ্য কৃতি ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। সংবর্ধিত অতিথি সাকিব আল হাসানকে প্যাভিলিয়ন গেইটে ফুলের বুকেট দিয়ে বরণ করেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর। এরপর প্রধান অতিথি সংবর্ধিত অতিথিকে নিয়ে অনুষ্ঠান স্থলে যান এবং মঞ্চে আসন গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাকিব আল হাসানকে ফুলের বুকেট উপহার দেন সিজেকেএস নির্বাহী সদস্য, ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা দলের সাবেক ক্রিকেটার গোলাম মহিউদ্দীন হাসান, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন কে ফুলের বুকেট উপহার দেন সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দীন মো: আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, বিসিবি মিডিয়া কমিটির সদস্য সচিব ও সংবর্ধনা কমিটির আহŸায়ক আলহাজ্ব আলী আব্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম,  সহ-সভাপতি, সিজেকেএস ও চেয়ারম্যান, সিজেকেএস ক্রিকেট কমিটি মো: আবু হাসান সিদ্দিক। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সংবর্ধিত অতিথি সাকিব আল হাসান কে ক্রেস্ট উপহার দেন সালাউদ্দিন মো: রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, চৌধুরী ফরিদ ও নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির পক্ষে ক্রেস্ট উপহার দেন মো: আবু হাসান সিদ্দিক, আবদুল হানান আকবর, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী। এর পর বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন এবং সংবর্ধিত অতিথি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান। প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন সংবর্ধিত অতিথি সাকিব আল হাসান এর হাতে নগরচাবি তুলে দেন। সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, মোঃ মশিউর রহমান চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস এর কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের ক্রীড়াসংগঠক, চট্টগ্রামের ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ, ক্রীড়ামোদীবৃন্দ প্রমূখ। উল্লেখ্য, এসময় চট্টগ্রামের ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীদের এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংবর্ধিত অতিথি সাকিব আল হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ