ছনুয়ায় মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল জনতা

ছনুয়া প্রতিনিধিঃ বাঁশখালীর ছনুয়ায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছে রবিউল আলম (৩২) নামের এক মাদক ব্যবসায়ী। গত সোমবার ছনুয়া উপকূলীয় হোছাইনীয়া মাদ্রাসা এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদে বেঁধে রাখে স্থানীয়রা। এসময় আটককৃত রবিউলের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া রবিউল আলম ছনুয়া মধুখালী ২নং ওয়ার্ডের মোস্তাক আহমদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই)  রাত ৮টার দিকে ছনুয়া আমির হামজার টেক এলাকায় মাদক বিক্রির বিষয়টি আঁচ করতে পেরে তারা রবিউলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাঁশখালী থানা থেকে পুলিশ আসার পর  স্থানীয়দের সহায়তায় থানায় নিয়ে যাওয়া হয় আটককৃত রবিউলকে। এ ঘটনায় বাঁশখালী থানার এসআই আবদুল জলিল বাদী হয়ে মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন,"ছনুয়ায় ইয়াবা বিক্রির সময় রবিউল আলম নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ