বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেখেরখীল ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্টিত

দিগন্ত দেবঃ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের সেখেরখীল ইউনিয়নের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুৃষ্টান ১৯শে জুন ২০১৯ তারিখ রোজ বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ভ্যানুতে অনুষ্টিত হয়।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "জনাব মোহাম্মদ ইয়াছিন" চেয়ারম্যান ১২নং (ক) সেখেরখীল ইউনিয়ন পরিষদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "মীর বেলাল সিকদার", সভাপতি নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিঠি, এবং এতে আরো উপস্থিত ছিলেন "মাস্টার জাহাঙ্গীর আলম" প্রধান শিক্ষক নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, "ডা. রাজীব গুহ" এবং সেখেরখীলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্টানের সভাপতিত্ব করেন "মাস্টার গোলাম মোস্তফা" প্রধান শিক্ষক নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত ফাইনাল খেলা দুইটির মধ্যে প্রথম মহিলাদের খেলায় বাহমনিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে পরাজিত করে নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
এবং পুরুষদের খেলায়
উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে পরাজিত করে  এলাহি বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলগুলোর হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত খেলা দুটি পরিচালনা করেন "টিংকু সুশীল"।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ