মমতা’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কাবাড়ি টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

দিগন্ত দেবঃ
২৮ জুন শুক্রবার , পিকেএসএফ এর সহায়তায় মমতা'র বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলায় আন্ত:স্কুল কাবাড়ি টূর্নামেন্ট এর ফাইনাল খেলা তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় ও  ঝি, বা, শি, উচ্চ বিদ্যালয় 
ঝি, বা, শি, উচ্চ বিদ্যালয় ১৫-১৪ সেটে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদেরকে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। পুরষ্কার বিতরন কালে উপস্থিত ছিলেন মমতা'র মমতার সিনিয়র একাউন্স অফিসার এ.এ.কে. আরেফউদ্দীন (ফাহিম)
 তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় এর  ক্রীড়া 
শিক্ষক নিজাম উদ্দীন, ঝি, বা, শি, উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া 
শিক্ষক সুদীর নার্থ, মমতা'র সাংষ্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান প্রমুখ। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন আনোয়ারা মহিলা ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ ও মোবারক হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ