শঙ্খ নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বাঁশখালীর পশ্চিম পুকুরিয়া গ্রামটি

মোসলিম উদ্দীন, পুকুরিয়া শঙ্খ নদীর তীব্র ভাঙ্গনের মুখে দিন দিন ছোট হয়ে আসছে বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া গ্রামটি। ভাঙ্গেনর কবলে পড়ে ইতিমধ্যে বেশ কিছু বাসিন্দা অন্যত্র চলে গেলে ও অধিকাংশ জনগন বারবার স্থান পরিবর্তন করে বহুমুখী সমস্যার মাঝে কোন করম বেছে আছে। যাদের কিছু অর্থ কড়ি আছে তার পাহাড়ি এলাকা সহ বিভিন্ন উপজেলায় গিয়ে নতুন বসত বাড়ি গড়ে তুলার সুযোগ পেলেও অন্যদের বারবার জোয়ার বাটার কবলে পড়ে বেচে থাকতে হচ্ছে। জানা যায় শঙ্খ নদীর ভাঙ্গনের মুখে পশ্চিম পুকুরিয়া তেচ্ছিপাড়ার বাসিন্দাদের রাতে ঘুম হয়না। কখন জোয়ারের তোড়ে হারিয়ে  যায় আপন বসত ঘরটি এই দুশ্চিন্তায়। অনেকের বসত ঘরিট নিমেষে  ছিনিয়ে নিয়েছে শঙ্খ নদী। সরজমিনে পরিদশর্ন কালে জানা যায় বিগত দিনে পশ্চিম পুকুরিয়া তেচ্ছি পাড়া এলাকার অনুমানিক (২৫০) বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়। এলাকার নদীভাঙ্গনে বাড়িঘর হারা জনগন প্রায় দুই বছর আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের কাছে নদী ভাঙ্গনের কথা এবং তাদের দুঃখ দুর্ধশার  কথা শুনে তাদের প্রয়োজনীয় ব্যাবস্তার আস্বাস দেন। এর কিছু দিন পর এমপি মহোদয়ের হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের একটি তদন্ত টিম পশ্চিম পুকুরিয়া তেচ্ছি পাড়া পরির্দশনে আসে। পরির্দশন শেষে তার জানায় তারা প্রয়োজনীয় ব্যাবস্তা ও আফিসিয়ালী ফাইল পত্র রেড়ি করার আস্বাস দেন। কিন্তু এর পর এখনো তারা কি করছে না করছে এখনো জানা যায় নি। এতএব  এলাকা বাসির দুঃখ দুর্ধশা কথা ভেবে এবং এলাকার সাধারন জনগন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের এমপি মহোদয়ের কাছে বিনীত আবেদন উক্ত নদী ভাঙ্গন রক্ষার প্রয়োজনীয় ব্যাবস্তা ও তার হস্তক্ষেপ কামনা করে।জরুরি ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন করা না হলে অনেকে চিরতরে গৃহহীন হয়ে পড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ