কক্সবাজারে এক রাত

কমরুদ্দিন আহমদ  

নির্বাচিত ভালোবাসার রোমন্থনে
যে যার মতো পাইভ স্টার, ফোর স্টার, ত্রি-স্টার
সাধারণ হোটেলে কিংবা আপন ঘরে যখন
আর্থিক স্বামর্থ্য অমুসারে কাটাচ্ছেন রাত
আমি এক আত্মিয়ের বাসায়
ঘরের কবির সাথে ভালোবাসা যাপন করতে গিয়ে
নির্ঘূম কাটাচ্ছি রাত ।
আমার বুকে সৈকতের উত্তাল ঢেউ
খবর রাখছে না কেউ
কবি নুরুল হুাদা, আসলাম ছানি
জাতি-সত্তা বেগুন ভর্তা, সকলের পাতে
ছড়াকারের হয় না বৃন্দাবন,  আগ্রা বিনির্মাণ।

ভাঁজনীতি মহিমা অপার
তেলের কারিশমা যুগে যুগে
সুবিধাবাদ মানে নাই হার
যাদের লেখনিতে নেই সাধারণ মানুষের
স্বপ্নের আহার
তাদের কবি বলে আমি
হতে চাই না, কালের রাখাল ।

আজ এই দরিয়া নগরে দেশ-বিদেশি সকলের সাথে
শিল্পের সত্তারে খু্ঁজি _
সকলের  (চলবে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ