বাঁশখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃগত ৭ এপ্রিল রবিবার ১২ ঘটিকার সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্্যালী বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার কামরুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা আওয়ামী লীগের সভাপতি, দু-দুবার নির্বাচিত বাঁশখালী ১৬ আসনের সাংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী পৌর মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, পোর কাউন্সিলর আজগর হোসাইন, পৌর যুবলীগের আহবায়ক হামিদুল্লাহ। সহ সর্বস্থরের কর্মচারী ও নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, মানুষ শ্রেষ্ঠ জাতি। মানুষ মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের বেঁচে থাকার জন্যে ৫ টি মৌলিক চাহিদা রয়েছে। অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এখানে ৫টি মৌলিক চাহিদার মধ্যে সব-কটি ঠিক থাকলেও যদি স্বাস্থ্য রক্ষায় চিকিৎসার সুব্যবস্থা না থাকে তাহলে মানুষের জীবন বিপন্ন ও দূর্বিসহ। অতএব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক সহ সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সেবক হিসেবে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দূর্নীতি, অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে একবাক্যে অটল। সর্বমহলকে দূর্নীতি, অনিয়ম ও স্বাস্থ্য সেবা নিয়ে ব্যবসায়িক মানুষিকতা পরিহার করতে হবে। তাহলে আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন সফল ও সার্থক হবে। অবশেষে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্বতস্পূর্তভাবে একটি বর্ণাঢ্য র্যালির মধ্যে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ