কালাম হত্যার অন্যতম আসামী ওসমান গ্রেপ্তার!

সরল, বিশেষ প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কালাম হত্যার অন্যতম আসামী ওসমান গ্রেপ্তার।বাঁশখালী, ৭নং সরল ইউনিয়নের দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার কবির আহমদের ছেলে আবুল কালাম (৩২) হত্যার অন্যতম এজাহার ভুক্ত ০৬নং আসামী মৃত দানু মিয়ার ছেলে খুনি ওসমান (২৮) কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। নিহত আবুল কালামের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম একটি মামলার বাদী ছিল। এসব সন্ত্রাসের দল আবুল কালামকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে আসছিল।মামলা উঠিয়ে না নেওয়ার জের ধরে মামলার বাদী আবুল কালামকে খুন করা হয়েছে। এ নিয়ে নিহত আবুল কালামের পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় ডাকাত দলের প্রধান নুর মুহাম্মদ কে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। স্থানীয় প্রভাবশালী সন্ত্রাস ও ডাকাত নুর মুহাম্মদের নিজস্ব একটি ডাকাতের দল রয়েছে।তাদের মধ্যে অন্যতম সদস্য ডাকাত শের আলী,মোস্তফা আলী,ভুমি ও জলদস্যু জসীম, ওসমান, মুহিববুল্লাহ সহ আরো অনেকে।এদের বিরুদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, প্রতারণা,মানব পাচার, জলদস্যু সহ একাধিক মামলা রয়েছে।পুলিশ এসব ডাকাতের মধ্যে ওসমানকে গ্রেপ্তার করলে ও প্রধান শীর্ষ আসামীদের গ্রেপ্তার করতে ব্যর্থ। কালাম হত্যার আসামীদের গ্রেপ্তার করে তাদের কঠিন শাস্তি ও ফাঁসির দাবি করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ