২ আসামি গ্রেপ্তার বাঁশখালীর স্কুলছাত্রী নিখোঁজের দুদিন পর কক্সবাজার থেকে উদ্ধার

বি,এন ডেস্কঃ
বাঁশখালী চাম্বল বাড়ি হতে সন্ধ্যায় নলকূপের পানি আনতে গিয়ে নিখোঁজ হন স্কুলছাত্রী রিপা আক্তার (১৪)। থানায় সাধারণ ডায়েরির পর ১৫ মার্চ পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার সদর সমিতি পাড়ার বাসাবাড়ি থেকে উদ্ধার করেছে রিপাকে। এ সময় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সিন্ধি পাড়ার সৈয়দ কাশেমের স্কুলপড়–য়া কন্যা রিপা আক্তার (১৪) পানি আনতে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়ে যায়। ছাত্রীর পিতা বাদি হয়ে গত ১৪ মার্চ বাঁশখালী থানা একটি সাধারণ ডায়েরি করেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নির্দেশনায় গত ১৫ মার্চ বাঁশখালী থানার পুলিশ দল অভিযান চালিয়ে রিপা আক্তারকে (১৪) উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল গ্রামের মোহাম্মদ নন্না মিয়ার ছেলে শাকের উল্লাহ প্র. সাগর (২৬) ও মৃত ফজল করিমের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (২৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঁশখালী থানার (এস.আই) বিমল কুমার দাশ বলেন, ঘটনায় জড়িত দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ