Recents in Beach

Google Play App

শাহপরীরদ্বীপের চিহ্নিত স্মাগলার হাবিব আবারো সক্রিয়

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের চিহ্নিত স্মাগলার ও মানবপাচারকারী হাবিব ফের সক্রিয় হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হাবিব আবারো প্রকাশ্যে এসেছে। শুরু করেছে ঘৃণ্য চোরাকারবার। 
শুধু চোরাকারবার নয়। তার সন্ত্রাসী কর্মকা-ের কারণে শাহপরীরদ্বীপের লোকজন অতীষ্ঠ। তার নির্যাতন থেকে মসজিদ-মাদ্রাসার আলেমরাও রেহাই পাচ্ছে না। জানা গেছে, সম্প্রতি নিজ গু-াবাহিনী নিয়ে শাহপরীরদ্বীপের বড় মাদ্রাসায় যায় হাবিব। সেখানে গিয়ে নিজেকে মাদ্রাসার জিম্মাদার ও পরিচালনা কমিটির সভাপতি দাবি করে সব স্টাফকে দুই, তিনদিনের মধ্যে মাদ্রাসা ত্যাগ করার নির্দেশ দেয়। ওই সময় কয়েকজন আলেমের নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজও করে এই হাবিব। 
হাবিবের এই ধরনের কর্মকা-ের কারণে শাহপরীরদ্বীপের আলেম সমাজ এখন আতঙ্কিত। তাঁরা নানা অপরাধকর্মের হোতা হাবিবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য