চাই অখণ্ড কাশ্মীর


অমিত গোস্বামী

ছুটছে বুলেট বিঁধছে শরীর জুড়ে 
শিশু বা রমনী নিস্তার নেই কারো
যাচ্ছে এ দেশ জেহাদী বোমায় পুড়ে
ভারতকে ধুলো করে দাও যত পারো। 

ক্রোধকে আমরা রেখেছি আড়াল করে 
যা খুশি করুক পড়শি দেশ তো ওরা
দেশ পাহারায় সেনা মরে কাশ্মীরে  
নেতা উজিরের বৃথা কেরামতি খোঁড়া।   

বিদ্রোহী ওরা, সন্ত্রাসী ওরা জাতে 
পৃথিবীতে ওরা মৌলবাদের ছায়া
রক্তবীজের শেষ কি রাখতে আছে?
ওদের জন্যে এতটা কিসের মায়া?  

নবিজী কখনও বলেছেন কোনখানে
মানুষ মারলে বেহেস্তে যাওয়া যায়?
ধর্মের নামে প্রচার পাকিস্তানে 
করে মাতে ওরা ভারতীয় হত্যায়।  

আমরা ছিলাম ভিয়েতনামের সাথে  
আমরা ছিলাম মুজিবের খোলা মাঠে
মেন্ডেলা আর কাস্ত্রোর হাতে হাতে 
ধরেছি নিশান বুড়িগঙ্গার ঘাটে। 

আমরা মরবো, কোনোদিন মারব না  
শান্তি থাকুক, যুদ্ধ নিপাত যাক  
এ কেমন আজ শান্তির প্ররোচনা 
কতদিন আর মাছ ঢাকা দেবে শাক!

অভিনন্দন আজ ফিরছে, ফিরত ঠিকই
ভারতীয় সেনা, প্রমাণিত ওরা বীর, 
একটি দাবীর জন্যে আজকে লিখি
আমাদের চাই অখণ্ড কাশ্মীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ