ঈর্ষা-নগর


রুদ্র শায়ক
বাঈজির পায়ের থেঁতলানো আঙুর চুষতে চুষতে
আমরা হয়েছি কৈশোরের নিয়মানুগ খোকা
কোমর বিছায় ঝলক উঠে ঠিকই
মিরাবাঈ এ পাড়ায় আর নাই
ঈর্ষা-নগরে বাজে ঘুঙুর
হেরেমখানায় মাতাল দৈরাত্য
বোবাসুরে বন্দির ইতিহাস
                                 কথা কয়
                                              কথা কয়
বাজুর হুকে গাঁথা লুপ্তকথা
আঁচলে ডাকা চেনা ক্ষত
উপনিবেশিক প্রতিচ্ছবি আঁকছে ওরা
আলতা পায়ে অচেনা জলসায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ