Recents in Beach

Google Play App

কালীপুর শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দিরে পরমারাধ্য বিদ্যাদেবী স্বরস্বতী মায়ের বানী অর্চ্চনা" উপলক্ষে ধর্মসম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক  রিপোর্টঃ কালীপুর শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির  কর্তৃক আয়োজিত পরমারাধ্য বিদ্যাদেবী স্বরস্বতী মায়ের "বানী অর্চ্চনা" উপলক্ষে ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত, বাঁশখালী উপজেলা চেয়াম্যান সমিতির  সভাপতি,  এড আ.ন.ম শাহাদত আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা বাবু নেপাল কান্তি গুহ, চট্রগ্রাম দক্ষিণ জেলা ন্যাপের  সভাপতি বাবু আশীষ কুমার শীল, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু প্রদীপ গুহ, তরুণ আওয়ামী লীগ নেতা শফিকুল আলম (সফিক), ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোরুল আজিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ, পংকস চৌধুরী, সুরঞ্জিত নাথ (লিটন), তড়িৎ ধর, রতন কান্তি নাথ, ভবতোষ দেব নাথ, হরিলাল দাশ (সাগর) সুকান্ত দেব নাথ দাদা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ