বাঁশখালীতে বাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাঁশখালী প্রধান সড়কে বাসের ধাক্কায় ৩২ বয়সী এক যুবকের প্রাণ গেল। গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি বাস পালেগ্রাম স্থানে প্রতিবন্ধী ওই যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি ধাওয়া করে আটক করে। বাস চালক পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল তৈরি করে
ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, পেকুয়া চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী বাস (নং-চট্টগ্রাম জ ০৫-০০৫৬) কালীপুর ইউনিয়নের পালেগ্রাম নামক স্থানে প্রধান সড়কের উপর বিপরীত দিক থেকে হেঁটে আসা মানসিক প্রতিবন্ধী যুবকটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৩২ বছর বয়সী ওই যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে পৌঁছানোর পূর্বেই মৃত্যুকোলে ঢলে পড়ে সে। খবর পেয়ে রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই যুবকটি ৪-৫ দিন পূর্ব থেকে এলাকায় ঘোরারাফেরা করছিল। তার অস্বাভাবিক চলাফেরা দেখে বুঝা যায় সে একজন মানসিক প্রতিবন্ধী। মৃত্যুর সময় তার পরনে ছিল কালো রংয়ের হাফ শার্ট ও লুঙ্গি। রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বেতার যন্ত্রের মাধ্যমে পরিচয় সন্ধানে বার্তা প্রেরণ করা হয়েছে।
/পূর্বকোণ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ