নবীর যুগের বিরল নিয়ামত ফয়জে কোরআন কাগতিয়া দরবার শরীফে - অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

মুহাম্মদ মাহফুজুর রহমানঃ 
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন,আল্লাহ তা’য়ালা মানবজাতির নিকট প্রকাশ্য নূর তথা কোরআন প্রেরণ করেন, যা প্রিয় রাসূল (দঃ) এর ক্বলব শরীফে অবতীর্ণ করেন। বর্তমান বিশ্বে বিরল কোরআন তিলাওয়াতের মাধ্যমে নূরে কোরআন বিতরণের মজলিশ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে বিদ্যমান।

তিনি আরও বলেন, ফয়জে কোরআনে তরিক্বতপন্থীগণ নিয়্যত সাপেক্ষে অতি আদবের সাথে হযরত গাউছুল আজমের গাউছিয়্যাতের জবান মোবারকে পবিত্র কোরআন তিলাওয়াত শ্রবণ করেন। এ মজলিশে অনেক তরিক্বতপন্থী আত্মহারা হয়ে যান। অনেকে প্রিয় রাসূল (দঃ) এর দিদার শরীফ লাভ করেন।

তিনি গতকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের পূর্ব  রাউজান শমসের নগর পার্শ্বস্থ ময়দানে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে তাজকেরাতুল গাউছুল আজম যুব সংঘের সার্বিক সহযোগীতায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৫নং কদলপুর শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

মাহফিলে স্থানীয় বহু গন্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। 

৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন (হিরু) এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতি ইব্রাহিম হান্ফী, আল্লামা মুহাম্মদ নুরুল আজিম হেলালী,মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান,মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।

এতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ খালেদ আনছারী, ইউ.পি সদস্য মুহাম্মদ সাইফুদ্দীন, মুহাম্মদ হানিফ।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ