আনোয়ারার নিখোঁজ দুই মৎস্যজীবী উদ্ধারে কোন তৎপরতা নেই, পরিবারে চলছে শোকের মাতম


আনোয়ারার উপকূলীয় এলাকায় কালবৈশাখী ঝড়ে মাঝ সাগরে সাম্পান ডুবে নিখোঁজ হওয়া আনোয়ারা মধ্যম গহিরার মো. আবু সাদেক(৩৬)পিতা মোহাম্মদ আকবর, ও সাহাব উদ্দিন(২৬)পিতা আসহাব উদ্দিন নামের দুজন মৎস্যজীবীকে এখনো উদ্ধার করা যায় নি। নিখোঁজদের বাড়ি গহিরা গ্রামের বাইঘ্যার ঘাটে। জানা যায়, এফবি আবদুল মালেক শাহ নামের সাম্পানটি নিয়ে এর মালিক এসহাকসহ ৭ জন মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৪ টায় মাঝ সাগরে পাড়ি জমায়। সকাল ৮ টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে সাম্পানটি মাঝ সাগরে ডুবে গেলে ৫ জন মৎস্যজীবী অন্য একটি সাম্পানে উঠে কুতুবদিয়ায় ফিরলেও বাকি দুজন মৎস্যজীবীর এখনো পর্যন্ত কোন খােজ মেলেনি। 
এদিকে নিখোজের একদিন পার হতে চললেও দুই মৎস্যজীবী ফিরে না আসায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। এ ব্যাপারে আনোয়ারা গহিরার বাইঘ্যার ঘাট বার আউলিয়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক রফিকুল ইসলাম জানান, নিখোঁজ হওয়া দুই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এই দুই মৎস্যজীবী। তাদের হারিয়ে এখন এই দুই পরিবার দিশেহারা। পিতা হারিয়ে তাদের সন্তানরা এখন না খেয়ে দিন যাপন করছে। আমরা যতটুকু সম্ভব তাদের সহায়তার চেষ্টা করছি। স্থানীয় সমাজসেবক আবদুর রহমান নাগু জানান, অসহায় এই দুই পরিবারের নিখোজ হওয়া দুই মৎস্যজীবীকে উদ্ধারে এলাকার স্থানীয় প্রশাসনের কোন তৎপরতা চোখে পড়ছে না। এমনকি তারা অসহায় এই দুই পরিবারের খোজ নিতে পর্যন্ত আসেন নি।

/আমাদের চট্টগ্রাম!  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ