বাঁশখালী বিদ্যুৎ বিহীন ৪৮ ঘণ্টা


মামুন চৌধুরীঃ 
বাঁশখালী উপজেলায় সোমবার সকাল থেকে কালবৈশাখী ঝড় উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়।
এতে করে পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙ্গে যায় এবং বিভিন্ন এলাকায় তার ছিড়ে পড়ে যাওয়ার কারণে সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বাঁশখালী উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ।


এতে করে বিভিন্ন ব্যবসায়ির বিভিন্ন ধরনের ক্ষতি গ্রস্ত হয়েছে। বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার একজন ব্যবসায়ী জানান, তার মুরগির খামারে অনেক মুরগি আছে। প্রায় ৩০০০ হাজার ব্রয়লার মুরগি। তার ক্ষতিগ্রস্ত হয় ৩৫০ মুরগির বাচ্চা। সে বাঁশখালী নিউজ প্রতিনিধিকে জানাই এভাবে আরও অনেক বার ক্ষতিগ্রস্তে শিকার হয়েছিলাম আমি।

এব্যাপারে বাঁশখালী বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তারা ফোন রিসিভ করছে না।       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ