সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাইজিং স্টার ক্লাব এবং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৯ এ ক্লাব ও উপজেলা বিভাগে সর্বমোট ৭৯ পয়েন্ট নিয়ে রাইজিং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি ৫৫ পয়েন্ট নিয়ে বাকলিয়া একাদশ রানার্স আপ হয়েছে। অন্যদিকে স্কুল বিভাগে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ৩৭ পয়েন্ট নিয়ে দলগত চ্যাম্পিয়ন এবং কানুনগোপাড়া ড. বি.বি. উচ্চ বিদ্যালয় ১৮ পয়েন্ট নিয়ে দলগত রানার আপ হয়েছে।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস সহ-সভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো: কামাল উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, দিদারুল আলম দিদার, বিজয় কুমার চৌধুরী কিষান। উক্ত অনুষ্ঠানে অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ইসমাইল কুতুবী, রুহুল আমিন, মোশারফ হোসেন, সম্পাদক মো: কামাল উদ্দিন ও  সদস্য ইবাদুল হক লুলু কে সিজেকেএস অ্যাথলেটিক্স কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  বিচারকের দায়িত্বে ছিলেন মজিবুর রহমান, আনিসুল আলম, ফুলিনা চৌধুরী, মোঃ সরওয়ারুল আলম সোহেল, গিয়াস উদ্দিন বাবর, হেলাল উদ্দিন টিপু, মো: গিয়াস উদ্দিন বাবর, ডা: নুরুল মোস্তফা, আব্দুল আওয়াল, আব্দুর রওফ, রুহুল আমিন খান, রাশেদুল আমিন, মো: শাহ জালাল উদ্দিন, আবদুল মান্নান, মো: হারুন, মো: সেলিম উদ্দিন, আশরাফসহ অংশগ্রহণকারী ক্লাব, উপজেলা ও স্কুলের অ্যাথলেটবৃন্দ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ