মমতার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
মমতা সঞ্চয় ও ঋনদান কর্মসূচির আওতাধীন নতুন শাখা সমুহের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শনিবার নগরীর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের পরিচালনায় কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক (আইসিটি,প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) তৌহিদ আহমেদ, পরিচালক (এমআইএস) সুব্রত বড়–য়া, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহামুদ, পরিচালক (মনিটরিং) প্রিয়তোস দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন পরিচালক (এইচআর) নাহিদ ফারহানা, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন ও শ্যামল কান্তি দাশ, সহকারী পরিচালকবৃন্দ ও মমতার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।কর্মশালায় আর্থিকভাবে অস্বচ্ছল ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মমতার সকল স্তরের কর্মকর্তাদের প্রতি উদার্ত আহবান জানানো হয়। কর্মশালা শেষে মমতার এরিয়া ম্যানেজার,সহকারী পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, মমতার সুবিধাবঞ্চিতদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সকলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ