চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে আলী আব্বাস সভাপতি ফরিদ সম্পাদক

মোহাম্মদ এরশাদঃ
 চট্টগ্রাম প্রেসক্লাবে আলী
আব্বাস সভাপতি ফরিদ সম্পাদক চটগ্রাম প্রেসক্লাব নির্বাচনে এটিএন বাংলার আলী আব্বাস সভাপতি, চ্যানেল আইয়ের চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ইত্তেফাকের সালাউদ্দিন মো. রেজা সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলার মনজুর কাদের সহ-সভাপতি, আজাদীর নজরুল ইসলাম যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে আলী আব্বাস ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর ৩ প্রার্থী এজাজ ইউসুফী ৪৯ ভোট, জসীম চৌধুরী সবুজ ৩৩ ভোট, আবু তাহের মুহাম্মদ ৮ ভোট পান।

সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী আসিফ সিরাজ পান ৮১ ভোট।

সহ-সভাপতি পদে মনজুর কাদের মনজু ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী নিরুপম দাশগুপ্ত পান ৭৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে  ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সাধারণ সম্পাদক শুকলাল দাশ পেয়েছেন ৮৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে  নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রতিদ্বন্দ্বি আলমগীর সবুজ ৮১, শহিদুল্রাহ শাহরিয়ার ৪৯ ভোট পান।

অর্থ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক (১১৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী তৌফিকুল ইসলাম বাবর পান ১০২ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে রূপম চক্রবর্তী ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহ আজম পান ৮৭ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রুবেল খান পান ৯২ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে মো. শহীদুল ইসলাম ৬০ ভোট, জসীম উদ্দীন সিদ্দিকী ৩৬ ভোট, শওকত ওসমান ৩১ ভোট পান।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আইয়ুব আলী ১৪১, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী রোকসারুল ইসলাম পান ৭৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিন্টু চৌধুরী ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আলীউর রহমান পান ১০২ ভোট।

কার্যনির্বাহী সদস্য মো. শামসুল ইসলাম (১১৯), স ম ইব্রাহিম (১০৪), মোহাম্মদ আলী ( ৮৯) ও কাজী আবুল মনসুর (৮৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে আল রাহমান ৫৭, কামাল উদ্দিন খোকন ২৯, তাপস বড়ুয়া রুমু ৩৮, মঈনুদ্দীন কাদেরী শওকত ৪৮,মনজুরুল আলম মঞ্জু ৪৩, রাজেশ চক্রবর্তী ৫৮, শামসুল হুদা মিন্টু ৬০ ভোট পান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ