গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি- আশাবাদী পদপ্রত্যাশীরা

সংগ্রামী ও ঐতিহ্যময় বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম অংশ গাজীপুর জেলা ছাত্রলীগ।ত্যাগী এবং পরিশ্রমী অসংখ্য নেতাকর্মী রয়েছে এই অংশে।গত ৩১ শে মে,২০১৫ সালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দ্বারা নিযুক্ত হন গাজীপুর জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো.দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো.জাহিদুল আলম রবিন।তারপর ১২ মাস ১৬ দিন পর ১ বছর মেয়াদে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই গাজীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবন-বৃত্তান্ত গ্রহণ করা হয়।কিন্তু কমিটি গঠনে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গত ১১ ও ১২ ই মে,২০১৮ তে বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন সারাদেশ থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা।অনেক যাচাই-বাছাইয়ের পর প্রায় আড়াই মাস পর নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী।
ইতোমধ্যে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক তৃণমূল সকল ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছেন।তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের বিশ্বাস রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের এই দুই নেতার ওপর।কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মেধাবী-পরিশ্রমী এবং ত্যাগী নেতাদের নিয়ে শীঘ্রই গঠিত হবে গাজীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি।পদপ্রত্যাশীদের বিশ্বাস এমন কমিটি গঠন করা হলে গাজীপুর জেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে গাজীপুর জেলা ছাত্রলীগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ