বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহের পিতা হিমাংশু বিমল গুহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি,বাঁশখালী আইনশৃংখলা কমিটির সদস্য, ঋষি অদ্বৈতানন্দ পরিষদের চট্রগ্রাম দক্ষিন জেলার মহাসচিব,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর উপদেষ্ঠা বিশিষ্ট সংগঠক শ্রদ্ধেয় প্রদীপ গুহের  পরম পূজনীয় পিতৃদেব স্বর্গীয় হিমাংশু বিমল গুহ মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ ২৮ জানুয়রী কোকদন্ডী নিজ গ্রামের বাড়িতে অনুষ্টিত হয়, উক্ত অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে দ্বিতীয়  বার নির্বাচিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ঋষিধাম ও তুলসীধাম মোহন্ত মহারাজ  শ্রীমৎ স্বামী সূদর্শনানন্দ পূরী মহারাজ, ঋষিধাম শ্রীগুরু সংঘ সভাপতি লায়ন প্রফুল্ল রন্জন সিংহ, রাউজান পৌরসভা মেয়র দেবাশীষ পালিত,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম- বিষক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুল গফুর, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সম্মানিত সভাপতি ও ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এডঃ আ.ন.ম শাহাদত আলম, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন সাধারন সম্পাদক বিমল দে,সহ সভাপতি সাধন ধর, অলক দাশ,ঋষিকেস আইচ অসীম,চন্দন দাশ, চট্রগ্রাম জেলা পূজা পরিষদ সভাপতি শ্যামল কুমার পালিত,চট্রগ্রাম জেলা জুয়েলার্স সমিতির সভাপতি, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর,সাধারন সম্পাদক স্বপন চৌধুরী,ন্যাপ চট্রগ্রাম দক্ষিন জেলার সভাপতি ডাঃ আশীষ কুমার শীল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ চট্রগ্রাম দক্ষিন জেলার সাধারন সম্পাদক তাপস হোড়,বাঁশখালীর সাধারন সম্পাদক ডাঃ চন্দন দত্ত,ডাঃ ফররুক আহম্মদ,বৈলছড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাং কপিল উদ্দিন,পূজা পরিষদ উপদেষ্টা পুলিন সুশীল,নীলকন্ঠ দাশ,উপজেলা পূজা পরিষদ সভাপতি টুটুন চক্রবর্ত্তী,বাঁশখালী উপজেলা  জুয়েলার্স সমিতির সভাপতি সন্জিত ধর, সাধারন সম্পাদক তড়িৎ ধর,রামদাস মুন্সির হাট ব্যাবসায়ী কল্যান সংস্হার সভাপতি সুধীর মল্লিক রায়,সাধারন সম্পাদক নূরুল আলম, বাঁশখালী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক অনুপম কুমার দেব অভি,সাধারন সম্পাদক আব্দুল মতলব কালু,সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা,সাংবাদিক উজ্জল বিশ্বাস,সাংবাদিক আব্দু জব্বার, সাংবাদিক শাহা মুহাম্মদ শফিউল্লাহ,সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক সৈদুল আলম ও বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা ঙ্গাপনপূর্বক শ্রদ্বাঞ্জলী প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ