সাবেক জাতীয় দলের খেলোওয়াড় নাফিজ ইকবাল খানের ছেলে নামির ইকবালের অলরাউন্ডার নৈপুণ্যে বন্দর অনুর্ধধ -৯ টি১০ ক্রিকেট টুনামেন্টে ব্রাদার্সের জয়

মোহাম্মদ এরশাদঃ চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমী ক্ষুদে ক্রিকেটার বনাম ইস্পাহানী ক্রিকেট একাডেমী ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে এক প্রীতি টি-১০ ক্রিকেট ম্যাচ ৫ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমীর ক্ষুদে ক্রিকেটাররা চমৎকার ক্রিকেট খেলে ৭ উইকেটে ইস্পাহানী ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। বিকালে ব্রাদার্স ক্রিকেট একাডেমী টসে জিতে অধিনায়ক নামির ইকবাল খান ইস্পাহানী ক্রিকেট একাডেমীকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ইস্পাহানী ক্রিকেট একাডেমী শুরুটা ভালো হলেও আয়ানের দুর্দান্ত ফিল্ডিংয়ে ১ম উইকেটের পতন হলে তাদের রানের চাকা থেমে যায়।শেষ পর্যন্ত নিধারিত ১০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে, জবাবে ৮০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ব্রাদার্স ক্রিকেট একাডেমীর ৩ ইউকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে, 

ব্রাদার্স ক্রিকেট একাডেমীর অধিনায়ক সাবেক জাতীয় দলের খেলোওয়াড় নাফিজ ইকবাল খানের ছেলে নামির ইকবাল অপর ব্যাটসম্যান আয়ানকে সঙ্গী করে মাঠে নামে। অধিনায়াক নামির ইকবালের অলরাউন্ডার নৈপুণ্যে ও দৃষ্টনন্দন ব্যাটিং উপস্থিত দর্শকদের মুগ্ধ করে ব্যক্তিগত ৩৫ রান করে আউট হওয়ার আগে নামির ইকবাল ৩টি ছয় ও ২টি চারের মার মারেন। পরবর্তিতে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অহন ৩১ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতে আউয়ানের সাথে মাঠ ত্যাগ করেন।অহন ৩টি ছয় ও ১টি চারের মার মারেন।
উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোওয়াড় নির্বাচিত হয়, ব্রাদার্স ক্রিকেট একাডেমী অধিনায়াক ও সাবেক জাতীয় দলের খেলোওয়াড় নাফিজ ইকবাল খানের ছেলে, নামির ইকবাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ