Recents in Beach

Google Play App

আনোয়ারা জুঁইদন্ডী শঙ্খ নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ

মোহাম্মদ এরশাদঃ আজ সোমবার সকাল ৭টায় সময় আনোয়ারা উপজেলার জুইদন্ডি ইউনিয়নে শঙ্খ নদীতে মাছ ধরতে গিয়ে হেফাজ উদ্দীন (৩১) নামে এক যুবকের নিখোঁজ হয়ছে,এখনো পযর্ন্ত কোনো খোজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রমতে, নিখোঁজ ব্যক্তি ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়াডের সুইত্ত্যর বাড়ী বাসীন্দা ইউচুপ আলীর ছেলে মোঃ হেফাজ উদ্দিন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত,আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র সারা আনোয়ারা,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য